Wednesday, August 30, 2017

দেহটি কার হবে? না তৃতীয় মানুষ???

সাম্প্রতিক একটি মজাদার Article পড়েছিলাম যেখানে ,
সব কিছু ঠিকঠাক থাকলে আগামী, ২০১৭ সালের ডিসেম্বর মাসে প্রথম মানব মাথা প্রতিস্থাপন অপরেশন হবে। এই অপরেশনের জন্য এক রাশিয়ান ব্যাক্তি যিনি Spinal Cord রোগে আক্রান্ত। তিনি তার দেহ দান করবে। Body Donner হবে একজন Brain Dead রুগী। মাথা প্রতিস্থাপনের অপরেশনের সমস্যা Spinal Cord জোড়া লাগানো । কিন্তু বর্তমানে Spinal Cord জোড়া লাগানো যায় কিন্তু ৬ সপ্তাহের মত এর মত সময় লাগে কিন্তু Spinal Cord সংযোগ ছাড়া মানুষ অনেকটা সাথে সাথে মারা যায় । তারপর ডাক্তার কানাভারো তার সাফল্য নিয়ে ৯০% নিশ্চিন্ত। এখানে সর্ব আধুনিক প্রযুক্তি ব্যাবহার হবে। এবং গবেষনার অনেক তথ্য গোপন রাখা হয়েছে। ৩০ বছরের গবেষণা, ১০ মিলিয়ন ডলার , ১৫০ ডাক্তার এর ব্যাপার। অপরেশন সফল হওয়ার সম্ভাবনা রয়েছে ।




Dr. Canavero



মনে করি, অপরেশটি সফল হল।এখন কিছু interesting Question আসে
১।দেহ এর মালিক কে হবে?AOrB? (A Head Donner) (B body Donner)
২।তাদের কার সাথে রিলেশন থাকবে। মানে, করি উভইয়ের wife, children, family members আসে। এখন কোন শ্রেণির স্বজনের তার প্রতি অধিকার তার থাকবে? AOrB?
৩। সে যদি কোন বাচ্চার বাবা হয়। তবে সে বাচ্চার বাবার কে হবে? মাথা প্রদানকারি না দেহ প্রদানকারি?AOrB ?
অনেক ব্যক্তির মতে,
দেহর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ মাথা, যেহেতু মাথা দেহের সবকিছু নিয়ন্ত্রন করে এমনকি চিন্তাভাবনা। এখানে A যদি মাথা প্রদানকারি হয় তবে সে পুরো শরীরের মালিক হচ্ছে। তার সত্তা এই দেহে ধারন করবে।
কিন্তু,
এখানে সব শেষ নয়, যদি ও অনেকে সব অঙ্গ আমাদের Brain নিয়ন্ত্রন করে কিন্তু তা নয় কিছু অঙ্গ তারা নিজেরাই নিয়ন্ত্রন করে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি আমার হাতে মশা কামর দেয়, তবে আরেক হাত মশাকে মারার জন্য অরেক হাত আসবে। এই কাজক্রমের জন্য মাথার কোন প্রয়োজন পড়ে না।
আবার মানব দেহে একটি নয় ২ টি Brain আসে, সেটা হল পেট যা কিনা Second Brian নামে পরিচিত।  যা পাকস্তলি থেকে শেষ পযন্ত, শুনতে অবাক লাগছে? আমার ও প্রথম প্রথম লেগেছিল।



Human Second Brain

কিন্তু এটার অস্তিত রয়েছে। এটার যে অস্তিতর রয়েছে তার বেশ কিছু প্রমান বিজ্ঞানীরা পেয়েছে।
তাছাড়া শরীরের ১০% অঙ্গ অথাৎ মাথা কি করে ১০০% অঙ্গের দাবিদার করে এবং পুরো দেহের অস্তিতের অধিকার চেয়ে বসে?
আচ্ছা ধরেই নেই, মাথা সকল কিছুর অধিকার লাভ করবে...
কিন্তু ওই দেহে যদি কোন বাচ্চার পিতা হয় সে? তবে সে পিতার দাবিদার কে হবে A না B? (B...দেহ প্রদানকারি) যদি A সব কিছু অধিকার লাভ করে তবে, সে হিসেব অনুসারে সন্তানের পিতার অধিকার সেই লাভ করা উচিদ। কিন্তু সন্তানের পিতার কি A হবে? যেখানে SEMEN মাথা থেকে নয়, শরীর থেকে উৎপন্ন হয়। মাথা শুধুমাত্র কখন নিসরন করতে হবে তার বাতা পাঠায়। আচ্ছা, প্রকৃত পিতা যদি B হয়, তবে ও দেহের উপর B এর স্ত্রীর অধিকার থাকা উচিদ না? আচ্ছা, নতুন দেহ যদি B এর সন্তান প্রদান করে, তবে তো নতুন দেহের উপর B এর আত্নীয়দের অধিকার থাকে। এ রকম আরোও অনেক বিতকিত বিষয় রয়েছে..
মনে করি,
A B মিলে তৃতীয় ব্যক্তি C হল। কিন্তু A ও B Donner যে দায়িন্ত, কর্তব্য এবং অধিকার গুলোর কি হবে? পূবে কোন বাচ্চা থাকলে বাচ্চার অধিকার সে লাভ করবে? না করবে না? কার স্ত্রীর সে অধিকার লাভ করবে? AorB?
এত কিছুর আলোচনার মাধ্যমে আশা করি, আমি এটা বুঝাতে সক্ষম হয়েছি যে, A অথাৎ মাথা প্রদান করেছে বলে এই নয় যে, সে পুরো দেহে অধিকারি এবং দেহ তার সত্তা ধারন করবে । শেষমেশে দেহের মালিক কে হয়,কে এটার আইনি অধিকার লাভ কে করে, সেটা দেখা একটা মজার বিষয় হবে।



Mr Spiridonov (Head Donner)and Dr Canavero

No comments:

Post a Comment

Once an alien said, ☌⍜⎅ ⟟⌇ ⏃ ⌿⍀⍜⎅⎍☊⏁ ⍜⎎ ⏁⊑⟒ ☊⍜⌰⌰⟒☊⏁⟟⎐⟒ ⟟⋔⏃☌⟟⋏⏃⏁⟟⍜⋏ ⍜⎎ ⏁⊑⟒ ⌿⟒⍜⌿⌰⟒ কঠিন মনে হলেও, আসলে  খুব একটা কঠিন না, পাঠ্য উদ্ধার করা ...